বীরভূমের কোন জায়গা কোন গ্রাম কোন শহর নিরাপদ নয়, রামপুরহাটে আজ রাতে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন। প্রসঙ্গত সিউড়ি আব্দাপুর প্রাইমারি স্কুলের কাছে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে । পরে খবর দেওয়া হয় পুলিশকে, পুলিশ এসে ওই বোম দুটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে এই বোমাগুলীকে ফেলে গেছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।