সুতি ১: আহিরণ মাঠপাড়া এলাকায় স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, তদন্তে পুলিশ
মুর্শিদাবাদ জেলার সুতি থানার আহিরণ মাঠপাড়া এলাকায় স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছেন মৃত ওই গৃহবধূর নাম রেশমি বিবি বয়স ২৩ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে মৃতার স্বামী বাইরে থাকেন। রবিবার রাত্রে তার স্বামী বাড়ি পৌঁছে সন্তানদের সামনে স্বামী-স্ত্রীর বচসা শুরু হলে স্ত্রীকে কুপিয়ে খুন করে স্বামী বলে অভিযোগ। সোমবার সকালে সুতি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।