পুরুলিয়া ১: এক গৃহবধুর বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় রক্তারক্তি অবস্থা পাড়রামা গ্রামে
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে গতকাল পাড়রামা গ্রামে মাঝরাত্রিতে এক গৃহবধূর প্রেমিক তার দলবল নিয়ে চড়াও হয় ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই গৃহবধূর স্বামী ও বাইরে থেকে আসা আর এক ব্যক্তি খবর পেয়ে ভোর সকালে পৌঁছায় পুলিশ ।আহতদের উদ্ধার করে নিয়ে যায় দেবেন মাহাতো সদর হাসপাতালে চিকিৎসার জন্য পুলিশ সূত্র থেকে জানা গেছে ওই গৃহবধুর স্বামীর নাম প্রেমচাঁদ মাহাতো বাড়ী পাড়রামা তে ও আহত বহিরাগত এক যুবকের নাম শচীন রজক বাড়ি বঙ্গাবাড়িতে