নামখানা: বেহাল নদী বাঁধ হরিপুর এলাকার ঘটনা গ্রামবাসীরা চাইছে দ্রুত এই বাদ মেরামতি করা হোক
বেহাল নদীমাত আতঙ্কে ঘুমড়েছে নদী পাড়ে বাসিন্দাদের নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের গিরির ঘেরি এলাকার নদী বাঁধের প্রায় ১০০ মিটার বেহাল প্রতিনিয়ত গ্রাস করছে সুন্দরিকা দেয় নিয়া নদী গ্রামবাসীরা চাইছে দ্রুত এই বাদ মেরামতি করা হোক কারণ সামনে রয়েছে ভাদ্র মাসের পোর্টাল।