গণ্ডাছড়া: গন্ডাছড়ায় কংগ্রেসে ১৯ পরিবারের ৫৫ ভোটারের যোগদান
আজ বিকেলে রাইমাভ্যালি ব্লক কংগ্রেসের উদ্যোগে লক্ষীপুর এডিসি ভিলেজের হলুদঝাড়ি গ্রামে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই সভায় বিজেপি এবং তিপ্রা মতা দল ছেড়ে মোট ১৯টি পরিবারের ৫৫ জন ভোটার ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। দলের জেলা সভাপতি নিধু মারাকের উপস্থিতিতে নবীন ভোটারদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কমিটির সদস্য মানিক দেব, ব্লক সভাপতি রঞ্জিত ত্রিপুরা, কংগ্রেসের অন্যতম নেতৃত্ব রাজীব চাকমা, বিশ্বজিৎ বণিক,