ভাঙড় ২: " নওশাদের মদতে এই ঘটনাগুলো ঘটছে" ভাঙ্গড়ে তৃণমূল ও আইএসএফের সংঘর্ষ নিয়ে প্রতিক্রিয়া শওকত মোল্লার
ভাঙ্গড়ে ISF ও তৃণমূলের সংঘর্ষ নিয়ে আজ অর্থাৎ মঙ্গলবার বিকাল চারটে নাগাদ তীব্র প্রতিক্রিয়া দিলেন শওকত মোল্লা।এদিন এলাকার ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীকে একদিকে যেমন কটাক্ষ করতে ছাড়লেন না তেমনি আর একদিকে প্রশাসনের কাছে বিচার চাইলেন। এমনকি এই গোটা ঘটনাটি নওশাদের মদতে ঘটেছে বলেও তিনি দাবি করেন।