গাইঘাটা: ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এস আই আর এর প্রতিবাদের অনশনে বসলেন মমতা ঠাকুর
ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এস আই আর এর প্রতিবাদের অনশনে বসলেন মমতা ঠাকুর । গত ৫ নভেম্বর থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এস আই আর এর প্রতিবাদে আমরণ অনশন করছে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ । আজ অনশনের অষ্টম দিন । আজ ১১:৫০ এ হরি গুরুচাঁদ মন্দিরে পুজো দিয়ে অনশনে বাসেন মমতা ঠাকুর।