আলিপুরদুয়ার ১: কর্শিয়াং-এর মেচি নদী থেকে উদ্ধার হস্তি শাবকের নাম দিলেন CM, হাতিটি জলদাপাড়া জাতীয় উদ্যানে বন কর্মীদের সঙ্গে খেলায়
গত ৫ অক্টোবর উত্তরবঙ্গে যে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় তাতে বিভিন্ন বন্য প্রাণীর ক্ষতি হয়।কর্শিয়াং-এর মেচি নদী থেকে এক হস্তি শাবককেও উদ্ধার করেছিল বন কর্মীরা। নদীর জলে ভেসে আসা ওই হস্তি শাবকের বর্তমানে জায়গা হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে।এদিন দুপুর আড়াইটা নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভিন কাশওয়ান জানান ওই হস্তি শাবক সুস্থ রয়েছে এবং বন কর্মীদের সঙ্গে খেলায় ব্যস্ত।