কুলতলি: গাছের মগডাল থেকে জালে জোড়ানো মাছ রাঙ্গা পাখিকে উদ্ধার করে প্রাণে বাঁচালো মহিলা
সুন্দরবন লাগোয়া কুলতলির জালাবেড়িয়া দু নম্বর অঞ্চলের পূর্ব গাবতলায় এক জালে জড়ানো পাখি গাছের মগডালে ঝুলছিল তা দেখতে পেয়ে সাহসিকতার সাথে পূর্ব গাবতলার চন্দনা নস্কর তিনি তা উদ্ধার করেন । আর মহিলার এমনই কান্ড দেখে মানবাধিকার সংগঠনের সদস্য দেবব্রত বিশ্বাস কি জানালেন শুনুন।