ময়ূরেশ্বর ২: রাস পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত কথা আয়োজন কোটাসুরে
রাস পূর্ণিমা উপলক্ষে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বাজারে শ্রীমদ্ভাগবত কথার আয়োজন করা হলো। আর আজ এখানে শ্রীমদ্ভাগবত শ্রবণে অংশগ্রহণ করেছেন কোটাসুর বহড়া বেলুটি গঙ্গারামপুর মৌঠা সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজন। মূলত প্রত্যেক বছরের মতো এ বছরও বীরভূমের কোটাসুরে রাস পূর্ণিমা উপলক্ষে শ্রীমদ্ভাগবত কথার আয়োজন করা হলো কোটাসুর বাজারে, আজ রাতে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায়।