মন্তেশ্বর: ১৯৯৫ সালে ভোটার সচিত্র পরিচয় পত্র ভোটার তালিকা কি মান্যতা দিতে হবে, মেমারিতে ডেপুটেশন মতুয়াদের
মঙ্গলবার বেলায় মন্তেশ্বর বিধানসভা অধীনে মেমারি দু'নম্বর ব্লকে পাহাড়হাটি গোলাপ মনি হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে রেলি করে মেমারি দু'নম্বর ব্লকে ১১ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলেন। সংগঠনের পক্ষ থেকে পাঁচজনের প্রতিনিধি দল মেমারি দু'নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমজিৎ বসু হাতে লিখিত ডেপুটেশন তুলে দেন।