কুমলাই চা বাগানে PF ও গ্র্যাচুইটি বকেয়া নিয়ে গেট মিটিং বকেয়া পিএফ গ্র্যাচুইটির টাকা দ্রুত মেটানোর দাবিতে বুধবার সকালে মালব্লকের কুমলাই চা বাগানে গেট মিটিং করল তৃণমূল চাবাগান শ্রমিক ইউনিয়ন। তাদের অভিযোগ , দীর্ঘদিন ধরে শ্রমিকদের মজুরি থেকে পিএফের কেটে নেওয়া হলেও সেই টাকা PF অফিসে জমা দেয়নি চাবাগান কতৃপক্ষ । শ্রমিকদের পিএফের ৪ কোটি টাকা বকেয়া হয়ে রয়েছে। এছাড়াও গ্র্যাচুইটিরও কয়েক কোটি টাকা বকেয়া। এর ফলে বহু শ্রমিক অবসর নেওয়ার পরও PF-এর টাকা হাতে পাননি