নওদা: নওদায় ধরা পড়ল আমাজনের অবৈধ পার্সেল সহ ইকো ভ্যান, গ্রেফতার দুই
নওদায় ধরা পড়ল আমাজনের অবৈধ পার্সেল সহ ইকো ভ্যান, গ্রেফতার দুই মুর্শিদাবাদের নওদায় আমাজন কোম্পানির বিপুল পরিমাণ অবৈধ পার্সেল সামগ্রী উদ্ধার করল পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নওদা থানার পুলিশ পাটিকাবাড়ি হাই স্কুলের সামনে বিশেষ নাকা চেকিং চালায়। সেই সময় নদীয়া থেকে মুর্শিদাবাদের দিকে আসা একটি সাদা ইকো ভ্যানকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতেই চমকে ওঠেন পুলিশকর্মীরা। গাড়ি ভর্তি মেলে আমাজন কোম্পানির নানা ধরনের পার্সেল সামগ্রী। কিন্তু তার ব