সিউড়ি ১: বেড়ে ভেজিনা গ্রামে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে CPIM ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ, ঘটনায় আহত দুজন চিকিৎসাধীন হাসপাতালে
মঙ্গলবার দিন বেড়ে ভেজিনা গ্রামে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে একটি গন্ডগোল হয়। সেই গন্ডগোলের জেরে বুধবার দিন তৃণমূল কর্মীদের মারধর করার ঘটনা ঘটে CPIM কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় দুজন গুরুতর আহত অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।