মাথাভাঙা ২: কোদালক্ষেতিতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নিশিগঞ্জ ২ নং অঞ্চলের সমস্ত বুথের কাজের শুভ সূচনা করলেন PS-র সভাপতি
মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ 2 নং অঞ্চলের কোদালক্ষেতিতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নিশিগঞ্জ 2 নং অঞ্চলের সমস্ত বুথের কাজের শুভ সূচনা করলেন রবিবার বিকেল পাঁচটা নাগাদ মাথাভাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন। এছাড়াও উপস্থিত নিশিগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান নিরেন রায় সরকার,নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রজনী বরুয়া, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধক্ষ্য হিমানী ঈশোর সহ নিমন্ত্রিত অতিথিগণ।পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর