কেশিয়ারি: খাজরাতে দুর্গাপূজা উপলক্ষে রাবণ দহন অনুষ্ঠান আয়োজিত হলো
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের খাজরাতে দুর্গাপূজা উপলক্ষে রাবণ দহন অনুষ্ঠান আয়োজিত হলো বুধবার রাতে। প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্দিষ্ট দিনে এই অনুষ্ঠান আয়োজন করতে পারেনি দুর্গা পূজা কমিটি। বুধবার রাবণ তখন অনুষ্ঠান সম্পন্ন হল। রাবণ দহন অনুষ্ঠান দেখতে কেশিয়াড়িসহ পার্শ্ববর্তী একাধিক এলাকার মানুষ বীর জমান ময়দানে।