ঝাড়গ্রাম: পুকুরিয়াতে আয়োজিত সর্বজনীন শ্যামা পূজা এবছর পদার্পণ করেছে ৫৭ তম বর্ষে,পুজোর থিম মানুষ ও হাতি উভয়ে থাকুক সুরক্ষিত
ঝাড়গ্রাম জেলার কুন্ডলডিহি পুকুরিয়া ইউনাইটেড ক্লাবের সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা এবছর পদার্পণ করেছে ৫৭ তম বর্ষে। আনুমানিক দেড় লক্ষ টাকার বাজেটে সেজেছে পূজোর মণ্ডপ। এবছরের পুজোর থিম অত্যন্ত ব্যতিক্রমী — “মানুষ ও হাতি উভয়ে থাকুক সুরক্ষিত”। মঙ্গলবার রাত্রে শ্রী শ্রী শ্যামা পূজাকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন।প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজিত এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষজনের সমাগম হয়েছে এই পূজা মন্ডপ চত্বরে।