কুলতলি: মিসিং লিঙ্ক ট্রাস্টের ব্যবস্থাপনায় জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক স্কুলে, অ্যাওয়ারনেস অ্যান্ড সেভটি স্কুল প্রোগ্রাম
আজ জামতলা ভগবান চন্দ্র হাই স্কুলে মিসিং লিঙ্ক ট্রাস্টের ব্যবস্থাপনায় স্কুলের প্রধান শিক্ষক শান্তনু ঘোষালের সহযোগিতায় জামতলা রুরাল হসপিটালের অন্বেষা কাউন্সিলরের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো মিসিং অ্যাওয়ারনেস এন্ড সেফটি স্কুল প্রোগ্রাম,যেখানে উপস্থিত ছিল সপ্তম,অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রীরা আজকের এই বিশেষ সচেতনতায় অডিও ভিডিওর মাধ্যমে শিশু সুরক্ষায় সাইবার সেফটি এবং শিশু বিবাহ ও মানব পাচার বিষয়ে আলোচনা হয়। ছাত্রীদের বর্তমান ডিজিটাল বিষয়ে বিশেষ পাঠদান করা হয