সাগর: পুজো ও সংহতির ডবল ধামাকা! গঙ্গাসাগরে কাল থেকে 'ছয়-এর ঘেরি'-তে জমছে জগদ্ধাত্রী মেগা-উত্সব
পুজো মানেই কেবল দেবী আরাধনা নয়, এ হল মহামিলনের ক্ষেত্র। আর সেই সংহতির বার্তা নিয়েই আগামীকাল থেকে গঙ্গাসাগরের বুকে শুরু হচ্ছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ। দক্ষিণ ২৪ পরগনা জেলার তীর্থভূমি গঙ্গাসাগরের 'ছয়-এর ঘেরি'তে কাল থেকে ধুমধাম করে শুরু হতে চলেছে জগদ্ধাত্রী পুজো ও সংহতি মেলা ২০২৫। এই যুগলবন্দী উৎসবে এখন সাজো সাজো রব।।