ধনিয়াখালি: ধনিয়াখালী সোমসপুরে ভোটার সহায়তা কেন্দ্র—DYFI’র উদ্যোগে SIR ফর্ম পূরণ চলছে
বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ধনিয়াখালী ব্লকের সোমসপুর অঞ্চলে ভোটার সহায়তা কেন্দ্রে ব্যস্ত সময় কাটালেন DYFI-র কর্মীরা। স্থানীয় মানুষের সুবিধার্থে সংগঠনের পক্ষ থেকে SIR ফর্ম ফিলাপের বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই বিভিন্ন বয়সের ভোটাররা কেন্দ্রে এসে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র যাচাই করিয়ে ফর্ম পূরণ করেন।