রামপুরহাট ১: গাঁজা পাচারের ধৃত দুই, উদ্ধার প্রায় ২৫ কেজি গাঁজা,ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া রেল স্টেশনে
গাঁজা পাচারে ধৃত দুই, উদ্ধার প্রায় ২৫ কেজি গাঁজা।ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া রেল স্টেশনে, ধৃত ব্যক্তিদের নাম কে নারায় কুলাতে বাড়ি নাগাল্যান্ড এর ডিমাপুর ও আশীষ কুমার বাড়ি উত্তরপ্রদেশের মৌ জেলা । ধৃত ব্যক্তিদের শুক্রবার রামপুরহাট মহকুমা আদলাতে পেশ করা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।