পাথরপ্রতিমা: পাথরপ্রতিমার কিশোরীনগর দে মার্কেট সংলগ্ন এক বাসিন্দার পুকুর থেকে বনদপ্তরের কর্মীরা ধরে ফেলল ৯ ফুটের একটি মেয়ে কুমির
গতকাল অর্থাৎ ৩ জুলাই সন্ধ্যায় সপ্তমুখী নদী পার হয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের কিশোরী নগর গ্রামে দে মার্কেট সংলগ্ন এক ব্যক্তির পুকুরে কুমির দেখতে পান পরিবারের ১জন, খবর পেয়ে ভগবতপুর রেঞ্জার অফিসারের নির্দেশে বনদপ্তরের কর্মীরা পুকুরের চারিদিকে জাল দিয়ে ঘিরে ফেলে, জল বেশি থাকায় মেশিন বসিয়ে জল কমিয়ে আজ অর্থাৎ ৪ জুলাই সকালে কুমিরটি ধরা হয়