শিলচর: রেশনকার্ডের সুবিধা থেকে বঞ্চিত অনেক যোগ্য মানুষ,জয়নগরযাত্রাপুরে অভিযোগ জেলাপরিষদ সদস্যার
Silchar, Cachar | Sep 14, 2025 রেশনকার্ডে যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি তাদের নাম অন্তর্ভুক্ত করে রেশনকার্ডের সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন জেলাপরিষদ সদস্যা ফরিদা পারবিন লস্কর।রবিবার বিকাল ৫ টায় জানা গেছে,জয়নগরযাত্রাপুর সমবায় সমিতির সাধারণ সভার মাধ্যমে এ দাবি জানান জেলাপরিষদ সদস্য।অভিযোগ করে বলেন,রেশন কার্ডের সুবিধা পাওয়ার যোগ্য অনেক মানুষের নাম রেশনকার্ডে অন্তর্ভুক্ত করা হয়নি