চাঁচল ২: চাঁচলে নির্যাতনের অভিযোগে তোলপাড়, আহত শ্বশুর-নির্যাতিতা স্ত্রী থানায় অভিযোগ
ফের বধূ নির্যাতনের অভিযোগ উঠল মালদহের চাঁচলে। স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।ইতিমধ্যে তিন বছরের অসুস্থ পুত্র সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে নির্যাতিততা মহিলা ফুলসারি খাতুন। অভিযোগ পণের দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার করা হত।মেয়ের বাড়িতে যেতেই জামাইয়ের হাতে আক্রান্ত হন শ্বশুর।পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম ব্যক্তির নাম তমিজুদ্দিন।মঙ্গলবার দুপুর সাড়ে তিনটা নাগাদ স্বামী ও শ্বশুর বাড়ি সদস্যদের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ