বলরামপুর: কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ রাঙাডি গ্রামের এক ব্যাক্তি, বাবাকে খুঁজে পেতে সংবাদমাধ্যমে করুন আর্তি ছেলের
কাজ করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ বলরামপুর থানার রাঙাডি গ্রামের তরণী গরাই নামে এক ব্যক্তি। ঘটনায় বলরামপুর থানায় নিখোঁজ এর অভিযোগ ছেলের। বাবাকে খুঁজে পেতে সংবাদমাধ্যমে করুন আর্তি জানালেন ছেলে।