উদয়পুর: চুরের উপদ্রবে অতিষ্ঠ উদয়পুরবাসী, কাবু করতে পারছে পুলিশ, পূর্ব গকুলপুর রাবার চুরি নিয়ে দলবদ্ধ হয়ে এলাকাবাসী থানায় অভিযোগ
Udaipur, Gomati | Sep 17, 2025 চুরের উপদ্রবে অতিষ্ঠ উদয়পুরবাসী, কাবু করতে পারছে পুলিশ। দলবদ্ধ হয়ে এলাকাবাসী থানায় অভিযোগ। সংবাদে জানা যায়, প্রতিনিয়ত উদয়পুরে চুরি ঘটনা ঘটছে। মঙ্গলবার রাতে থানা থেকে ৩০০ মিটার দূরে পূর্বগকুলপুর এলাকায় দীপঙ্কর দাস নামে ব্যক্তির বাড়িতে রাবার চুরি হয়। এলাকাবাসী প্রথমে পুলিশের উপর আস্থা হারিয়ে এলাকায় দেবাশীষ দাস নাম যুবককে জিজ্ঞাসবাদ চালায়, পূর্বে ওই যুবকের বিরুদ্ধে বহু চুরির অভিযোগ রয়েছে।