গোসাবা: গোসোবার লাহিরীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ট্রিপলি ঘেরি FPস্কুলে অনুষ্ঠিত হলো পাড়ায় সমাধান কর্মসূচি মঙ্গলবার দুপুরে
গোসবা ব্লকের লাহিরীপুর গ্রাম পঞ্চায়েতের ট্রিপলি ঘেরি FP স্কুলে ২৪৪,২৪৫,২৪৬ নং বুথের পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুপুরে।এদিন পাড়ায় সমাধান কর্মসূচি উদ্বোধন করেন লাহিরীপুর GPর প্রধান কবিতা সরদার ও উপ প্রধান প্রবীর মন্ডল, উপস্থিত ছিলেন লাহিরীপুর GP এলাকার সমস্ত পঞ্চায়েত সদস্যরা। এদিনের এই পাড়ায় সমাধান কর্মসূচীতে ২৪৪,২৪৫এবং ২৪৬নং এই তিনটি বুথের মানুষজন উপস্থিত হয় ।এবং সেখানে তাঁরা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যার কথা জানান।