বলরামপুর: দিল্লির স্বামী নারায়ণন অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি বলরামপুর ষোলোআনা দুর্গাপুজো কমিটির মন্ডপ
বলরামপুর ষোলোআনা দুর্গাপুজো কমিটির ১০২ বছরের পুজোয় মণ্ডপ তৈরি হচ্ছে দিল্লির স্বামী নারায়ণন অক্ষরধাম মন্দিরের আদলে।বৃষ্টির কারণে মন্ডপ সজ্জাতে ব্যাঘাত ঘটেছে।রাত জেগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত মণ্ডপ সজ্জার কাজে যুক্ত শিল্পীরা, পাশাপাশি মৃৎশিল্পী এবং আলোক শিল্পীরা সমান তালে কাজ করে চলেছেন।