দার্জিলিং-পালবাজার: ব্লুমফিল্ড এলাকায় লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার করবেন প্রদেশ কংগ্রেসের GS বিনয় তামাং
লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার করবেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় তামাং। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ দার্জিলিং এর ব্লুমফিল্ড এলাকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই ঘোষণা করলেন তিনি। এদিন তিনি বলেন, আমি পাহাড়ের মানুষের কাছে আবেদন করব যাতে পাহাড়ের উন্নয়ন এবং গোর্খা জনজাতি দাবি-দাওয়া পূরণ করা স্বার্থে বিজেপি প্রার্থীকে তারা ভোট দেয়। তবে বিনয় তামাংয়ের এভাবে বিজেপি প্রার্থীকে সমর্থন করায় রাজনৈতিক মহলে জোর জল্পনা।