ভরতপুর ১: অপহরণের পর নৃশংস খুন? সোহানার মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ভরতপুরে
নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায় উদ্ধার হল শিশু সোহানা খাতুনের নিথর দেহ। মুর্শিদাবাদের ভরতপুর থানার সৈয়দকুলুট গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে গ্রামের একটি মাঠ থেকে সোহানার দেহ উদ্ধার হয়। নাক থেকে রক্তক্ষরণ ও শরীরে একাধিক ক্ষতচিহ্ন দেখে পরিবার ও স্থানীয়দের ধারণা, অপহরণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে তাকে। গত শনিবার সন্ধ্যায় খেলতে বেরিয়ে নিখোঁজ হয় সোহানা। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালালেও তিন দিন পরে মিলল তার দেহ।