দুবরাজপুর: ভোটার তালিকায় ‘নরেন্দ্র মোদি’ ও তাঁর দিদি ‘মমতা’! বীরভূমে চাঞ্চল্য
বীরভূমের দুবরাজপুরে ভোটার তালিকা ঘিরে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। রাজ্যের বিশেষ সংশোধন প্রক্রিয়ার সময় ভোটার তালিকায় মিলেছে এক ‘নরেন্দ্র মোদি’র নাম! শুধু তাই নয়, তাঁর দিদির নাম নথিভুক্ত হয়েছে ‘মমতা’। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়ায়। তবে এই নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী নন, তিনি নরেন্দ্র কুমার মোদি—পেশায় এক মুদিখানার দোকানদার। বয়স প্রায় ৫০ বছর। তাঁর দিদির নাম মমতা আগরওয়াল। বুধবার দিন এমন চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়।