চাঁচল ২: বিশ্ব উষ্ণায়ন রুখতে বার্তা — পরিবেশবান্ধব থিমে চাঁচলের মৈত্রী সংসদের পূজা
রজতজয়ন্তী বর্ষে চাঁচলের মৈত্রী সংসদের দুর্গাপূজায় পরিবেশবান্ধব থিম। বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতনতার বার্তা। বিভিন্ন ধরনের গাছ দিয়ে করা হচ্ছে মন্ডপসজ্জা। পাশাপাশি থাকছে কাটোয়ার আলোকসজ্জা।পুজোর বাজেট প্রায় কুড়ি লক্ষ টাকা। চতুর্থীর দিন ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি পুজোর উদ্বোধন করবেন।পঞ্চমীর দিন নামি এক শিল্পী আসছেন।থাকছে বর্ণাঢ্য অনুষ্ঠান। ষষ্ঠীর দিন শিশুদের মনোরঞ্জনের জন্য জাদুর অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।