মুরারই ১: রাজগ্রাম হাটতলা দুর্গা প্রতিমা নিরঞ্জনের আগে শোভাযাত্রা গোটা বাজার জুড়ে
মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম হাটতলা সর্বজনীন দূর্গা মন্ডপের দুর্গা প্রতিমার নিরঞ্জন করা হবে আজ ৪ অক্টোবর শনিবার রাত্রে দিকে। তার আগে এদিন সন্ধ্যা নাগাদ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা গোটা রাজগ্রাম বাজার পরিক্রমা করা হবে। শোভাযাত্রায় যাতে কোনরকম বিশৃঙ্খলা না ঘটে তার জন্য কড়া পুলিশ ব্যবস্থা করা করা হয় মুরারই থানা পুলিশের পক্ষ থেকে।এদিন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন হাটতলা পাড়ার পুরুষ থেকে মহিলারা। এদিন সন্ধ্যা নাগাদ সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।