গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ছোট মোল্লাখালি গ্রাম পঞ্চায়েতের কালিদাসপুরে কাপুরা নদী বাঁধে ধস নামে শনিবার দিন গভীর রাতে।হটাৎ প্রায় ১২০ফুট নদী বাঁধে ধস নামে,গ্রামের মধ্যে ঢুকে যায় কাঁপুড়া নদীর নোনা জল আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজন।ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সেচ দপ্তরের আধিকারিকরা। বর্তমানে নদীতে জোয়ার থাকায় এই মুহূর্তে নদী বাঁধ মেরামতির কাজ শুরু করা যায়নি। তবে সেচ দপ্তর নদী বাঁধামতির জন্য প্রস্তুতির কাজ শুরু করেছে