সাগর: কালীপুজো উপলক্ষে সাগর থানায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির, এলেন বহু মানুষ
কালীপুজো উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার সাগর থানা এলাকার বাসিন্দাদের জন্য এক বিশেষ উদ্যোগ নেওয়া হল। বুধবার থানার পক্ষ থেকে বিনামূল্যে এক মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এলাকার দরিদ্র এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই মানবিক পদক্ষেপ নেওয়া হয়। জানা গিয়েছে, কলকাতা শহরের একটি স্বনামধন্য হাসপাতালের একদল অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এই শিবিরে এসে পরিষেবা দেন।।