মেখলিগঞ্জ: চা-পাতা বোঝাই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের, জামালদাহে গুরুতর আহত এক যুবক
মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত এক। বুধবার রাতে ঘটনাটি ঘটে মেখলিগঞ্জ ব্লকের জামালদহ বাজারের উপর ৩১ নং জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চাপাতা বোঝাই গাড়ির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। এতেই গুরুতর আহত ওই বাইক আরোহী। বাইক আরোহীর পরিচয় এখনো জানা যায়নি। তবে ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে প্রথমে জামালদাহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।