সিউড়ি ১: সিউড়ির রবীন্দ্রপল্লীতে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও রাস উৎসবের আয়োজন, বসেছে ছোট মেলাও
বুধবারদিন রাস পূর্ণিমা উপলক্ষে সিউড়ির রবীন্দ্র পল্লীতে রাস উৎসব শুরু হয়েছে। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও নিয়ম নীতি মেনে পুজো করা হয়েছে। প্রসাদ নিতে সাধারণ মানুষের ভিড় মন্দির চত্বরে। বসেছে একটি ছোট মেলাও।