ময়নাগুড়ি: ময়নাগুড়ি রামশাই গ্রামপঞ্চায়েতে SIR-এ কাজে সময়সীমার আগেই কাজ শেষ করে নজির গরলেন BLO
ময়নাগুড়ি রামশাই গ্রামপঞ্চায়েতে SIR-এ কাজে,সময়সীমার আগেই প্রায় ১০০% কাজ সম্পূর্ণ করলেন ১৬/৫ বুথের BLO পরিমা খাতুন। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার আগেই এনুমারেশন ফর্ম সংগ্রহ, আপলোড এবং ডিজিটালাইজেশন—এই তিনটি গুরুত্বপূর্ণ কাজে প্রায় ১০০ শতাংশ সাফল্য অর্জন করে নজির গড়লেন ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রামপঞ্চায়েতের ১৬/৫ নং মা ভান্ডানী বুথের দক্ষ BLO পরিমা খাতুন। রাজ্যজুড়ে যেখানে বহু BLO অতিরিক্ত কাজের চাপে সমস্যায় পড়ছেন,