ভাতারের খুন্না বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত দুটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো কর্মসূচি চলল বৃহস্পতিবার চারটে ত্রিশ মিনিট পর্যন্ত।পূর্ব বর্ধমান জেলার ভাতারের খুন্না বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় এর ক্লাস রুম গুলির অবস্থা খুব খারাপ ছিল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জানে আলম। বিভিন্ন প্রশাসনিক দরবারে দ্বারস্থ হয়েছিলেন । জেলাশাসকের তহবিল থেকে কাজ শুরু হয়েছিল কয়েক মাস আগে। সেই কাজ শেষ হয় কয়েকদিন আগে। আজ উদ্বোধন হলো নতুন ভবনের।