মেমারি ১: পালসিটে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালকের
সোমবার দুপুর আনুমানিক ৩ টে নাগাদ মেমারী শক্তিগর হাইরোড এলাকায় একটা পেপার মিলের ছাই বোঝাই ট্রাকটর অফসাইড দিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি টোটোর সাথে মুখোমুখি ধাক্কা হয়। ঘটনা স্থলে পৌছায় পালসিট ফাঁড়ির পুলিশ। গুরুতর আহত হয় টোটো চালক। তাঁকে উদ্ধার করে বর্ধমানে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু বিকালে হাসপাতালে মৃত্যু হয় টোটো চালকের। মৃতের নাম অসিত মন্ডল। বয়স আনুমানিক ৩৯ বছর। বাড়ি -নতুন পল্লী, ভৈটা, পালসিট।