কাটোয়া ১: কাটোয়া পৌরসভার নিচু বাজার এলাকায় ভর সন্ধ্যায় গুড় মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ির একটি অংশ, আতঙ্কিত এলাকাবাসী
সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি আর সন্ধ্যায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কাটোয়া থানার অন্তর্গত নিচু বাজার এলাকার একটি ভগ্নপ্রায় পুরনো বাড়ি। যদিও ভর সন্ধ্যায় এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। তবে এই ঘটনায় বড় সড় ক্ষতি হতে পারতো বলেও কাটোয়া পৌরসভার দিকে আঙ্গুল তুলেছেন ন নম্বর ওয়ার্ডের কাটোয়া পৌরসভার কংগ্রেস কাউন্সিলর রঞ্জিত চ্যাটার্জী। যদিও পৌরসভার তরফ থেকে বিপদজনক ঘোষণা করে বাড়িটিতে একটি পোস্টার লাগানো হয়েছিল।