ইটাহার: পতিরাজপুরে পাট ও ধানের গোডাউনে চুরির ঘটনায় ধৃত দু'জনকে ৩ দিনের পুলিশি হেফাজত শেষে রায়গঞ্জ আদালতে পেশ করল ইটাহারের পুলিশ
ধান ও পাটের গোডাউনে চুরি হওয়ার ৩ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দুই ব্যক্তি। জঙ্গল থেকে উদ্ধার চুরি টাকা। গত বুধবার চুরির ঘটনাটি ঘটে ইটাহারের পতিরাজপুর এলাকার একটি ধান ও পাটের গোডাউনে। ধৃতদের নাম মোতাহার হুসেন ও আলম আলি। তাদের বাড়ি ইটাহারের শ্রীমন্ত পুর। রবিবার ৩ দিনের পুলিশি হেফাজত শেষে ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ইটাহারের পুলিশ। গত ১ অক্টোবর দুপুরে ধৃতরা বিমল কুমার সরকারের গোডাউনে পাট বিক্রি করতে এসে চুরি করে বলে জানা যায়।