বসিরহাট ১: তৃণমূলের নতুন ব্লক সভাপতিকে অপসারণের দাবি বসিরহাটে চাঞ্চল্য
গতকাল বসিরহাটের ব্লক সভাপতির নাম ঘোষণা হয়েছে । নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা হয়েছে *শারিফুল মন্ডল* এর ।এই শারিফুল মন্ডলের বিরুদ্ধে এইসব মেম্বাররা এবং প্রধানরা লিখিত জানিয়েছিল রাজ্য নেতৃত্বকে । যে এই শারিফুল মন্ডলকে ব্লক সভাপতি করা যাবে না । তাকে পাল্টাতে হবে । কিন্তু গতকাল নাম ঘোষণা হওয়ার পর সেই শারিফুল মন্ডল ব্লক সভাপতি হয়েছে । এর পরই বসিরহাট দক্ষিণ বিধানসভার ৭টা পঞ্চায়েতের মধ্যে ৫টি পঞ্চায়েতের প্রধান এবং ১৩৮ জন তৃণমূলের মেম্বার ক্ষোবে ফেটে পড়ে ।তার