রানিনগর ১: টয়লেট নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে তোলপাড় হেরামপুর গ্রাম পঞ্চায়েত
ভুল তথ্যের অভিযোগে বিতর্কে হেরামপুর পঞ্চায়েত!   টয়লেট নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে তোলপাড় হেরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান জুলেখা বিবি ও নির্মাণ সহায়ক অর্পণ সিংহ-এর বিরুদ্ধে — টয়লেট না করেই নাকি আত্মসাৎ হয়েছে প্রায় ২ লক্ষ ৯০ হাজার ৪৩ টাকা।  ঠিক এমন খবর ছড়িয়ে পড়েছে বেশ কিছু ফেসবুক চ্যানেলে, যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।  তবে শনিবার গ্রাউন্ড জিরো থেকে যাচাই করে দেখা গে