মুরারই ১: আমভুয়া রাজবংশী পাড়ার দুর্গা প্রতিমার শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন করা হল গ্রামেরই একটি পুকুরে
মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম পঞ্চায়েতের আমভুয়া রাজবংশী পাড়ার কার্তিক মন্দিরের দুর্গা ঠাকুরের আজ তিন অক্টোবর বিকেল নাগাদ শোভাযাত্রার মধ্যে নিরঞ্জন করা হলো মা দুর্গা প্রতিমার গ্রামেরই একটি পুকুরে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রাজবংশী পাড়ার পুরুষ থেকে মহিলারা। এদিন বিকেলের দিকে সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়। জানা গিয়েছে, আমভুয়া গ্রামের এবার তাদের প্রথম দুর্গাপুজো। এদিন শোভা যাত্রার মাধ্যমে দুর্গা প্রতিমার নিরঞ্জন করা হয় গ্রামেরই একটি পুকুরে।