কালনা ২: জয়পুর হিমঘরে ট্রাক্টর থেকে আলু নামাতে গিয়ে পা পিছলে আলুর বস্তা বুকে পড়ে আহত যুবক, কালনা হাসপাতালে চিকিৎসাধীন
শনিবার রাতে কালনার জয়পুর হিমঘরে ট্রাক্টর থেকে আলু নামাতে গিয়ে গুরুতর আহত হলেন পেশায় খালাসি এক যুবক। জানা গিয়েছে, ট্রাক্টর থেকে আলু নামানোর সময় পা পিছলে পড়ে গিয়ে বুকের উপর আলুর বস্তা পড়ে যায় তার। আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ঐ যুবক।