পুরাতন মালদা: পুরাতন মালদার নিমতলা ক্লাবে কালী মায়ের প্রতিমা আনায়ন পর্বে উৎসবমুখর পরিবেশ
পুরাতন মালদার নিমতলা ক্লাবে কালী মায়ের প্রতিমা আনায়ন পর্বে উৎসবমুখর পরিবেশ পুরাতন মালদা: মঙ্গলবাড়ী স্কুলপাড়ার নিমতলা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো কালী মায়ের প্রতিমা আনায়ন পর্ব। সোমবার দুপুর আনুমানিক দুটো নাগাদ লোকনাথ মাঠ থেকে শুরু হয় এক সুসজ্জিত শোভাযাত্রা। ঢাক-ঢোল ও আনন্দে ভরপুর এই শোভাযাত্রা ঘুরে পুরো এলাকা পরিক্রমা করে পৌঁছায় পূজোমণ্ডপ প্রাঙ্গণে। এদিনের শোভাযাত্রায় ক্লাবের পুরুষ ও মহিলা সদস্যরা উৎসাহের সঙ্গে অংশ নেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বি