বুধবার সন্ধ্যা ৭-৩০ নাগাদ সাইকেল করে এক ব্যক্তি মামুদপুর থেকে মন্তেশ্বর আসছিল। কুসুম গ্রামে মাছের বাজারের সন্নিকট এলাকায় একটি লরির ধাক্কায় ছিটকে গিয়ে পরে রাস্তার মধ্যে। লড়ি টি ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে আহত ব্যক্তি কে উদ্ধার করে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য। আহত ব্যক্তির নাম আপাল ঘোষ বয়স ২৫, বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মামুদপুরে।