মুরারই ১: বাশলৈ নদীতে শোভাযাত্রার মাধ্যমে করা হল নিরঞ্জন মা কালী প্রতিমার
মুরারই এক নম্বর ব্লকের বাসলৈ রেল স্টেশন সংলগ্ন দুর্গা মন্দিরের কালী প্রতিমার নিরঞ্জন করা হলো শোভা যাত্রার মাধ্যমে বাশলৈ নদীতে । শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বাশলৈ এলাকার সাধারণ মানুষজন থেকে পূজো কমিটির সদস্যরা।এদিন ২২ অক্টোবর বুধবার দুপুরের দিকে শোভাযাত্রার মধ্যে নিরঞ্জন করা হয় বাশলৈ নদীতে । এদিন দুপুরের দিকে সেই চিত্র উঠে আসলো আমাদের ক্যামেরায়।