কুলতলি: ৩৬ তম বর্ষের পালের চক শান্তি সংঘের শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে একাধিক সমাজ সেবামূলক কর্মসূচি
দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন লাগোয়া কুলতলীর জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের পালের চক শান্তি সংঘের এ বছরের তাদের শ্রী শ্রী কালী পূজা তথা শ্যামা মায়ের মাতৃ আরাধনা ৩৬ তম বর্ষে পদার্পণ করছে। যেখানে একাধিক সাংস্কৃতিক ও সেবামূলক অনুষ্ঠান। রক্তদান থেকে শুরু করে একাধিক সমাজ সেবামূলক অনুষ্ঠান। এ বিষয় নিয়ে অঞ্চল প্রধান কি জানালেন শুনুন।